রমজান মাসে ফেইসবুক এডসের রেজাল্ট খারাপ ?
রমজান মাস বিজনেস এর পিক সময় হলেও হটাৎ করে সবার রেসপন্স খারাপ বর্তমানে।
এই অবস্থায় করনীয় কি হতে পারে ?
বিজনেস কি বন্ধ থাকবে ?
এড বন্ধ থাকবে ?
বন্ধ থাকাটা কোনো সমাধান নয়।
তাই জানতে হবে রেসপন্স কম হওয়ার কারন এবং খুঁজতে হবে প্রতিকার ।
সারাবছর এর তুলনায় রমজান মাসে হটাৎ করেই ব্যাবসায়ী বেড়ে যায় অনেক যা জ্যামিতিক হারে বাড়ছে প্রতিবছর। গতবছর রমজানে যে পরিমাণ ব্যাবসায়ী ছিলো এই বছর রমজানে সেটা যে কি পরিমান বেড়েছে তা হয়তো আপনারাও অনুমান করতে পারছেন ।
ক্রেতা কিন্তু সেই পরিমাণ বাড়েনি , তাহলে কি হচ্ছে ?
সবাই চেষ্টা করছে সেল পেতে, সবাই এড চালাচ্ছে, ডলার স্পেন্ড করছে ।
মনে করেন, আপনি শাড়ি বা পান্জাবীর এড চালাচ্ছেন – আপনার ডেইলি বাজেট ১০ ডলার , অন্যদিকে আপনার মতই আরও অনেকেই এড চালাচ্ছে যাদের ডেইলি বাজেট ২০/৩০/৫০/১০০ ডলার ।
এখন বিষয়টি বোঝার চেষ্টা করেন, ফেসবুক আপনার থেকে ১০ ডলার নিয়ে ১০ হাজার অডিয়েন্স কে দিনে ১ বার করে এড দেখাচ্ছে ।
অন্যদিকে যে দিনে ১০০ ডলার দিচ্ছে তার এড ১ লাখ অডিয়েন্সকে দিনে ১০ বার করে দেখাচ্ছে, একজন অডিয়েন্স ১ বার দেখে কেনার সম্ভাবনা যতটুকু ১০ বার দেখে কেনার সম্ভাবনা তার থেকে অনেক বেশি ।
ফলাফল গিয়ে দাঁড়াচ্ছে – যাদের বাজেট অনেক বেশী তাদের সেল হচ্ছে ।
এখন কথা হচ্ছে যাদের বাজেট কম তারা কি করবে ?
আপনাকে একটা জিনিস বুজতে হবে বিজনেস মানেই টাকার খেলা, এমন ইতিহাস অনেক পুরাতন যেখানে দেখা যায় একটি বড় ইনভেস্ট ১০০ টি ছোটো ইনভেস্টকে ধ্বংস করে দেয়। তাই যাদের ইনভেস্ট কম মানে একেবারেই কম তাদের উচিত হবে না সব টাকা এড এর পেছেনে খরচ করা।
বরং বিভিন্ন সেলিং গ্রুপে পোস্ট করে চেষ্টা করা যেতে পার , যাদের মোটামুটি টিকে থাকার মত বাজেট আছে তাদের উচিত সেল কম হলেও এড রান রাখা, কারন আপনার এড বন্ধ মানে , আপনার প্রতিযোগির এগিয়ে যাওয়ার পথ আরও সহজতর করে দেওয়া।